সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে দুইজন বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত ৩১ ডিসেম্বর রাতে মহেশপুর উপজেলার মাধবখালী বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৭৫ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং ২২ বোতল উইন সিরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।
এরপর ১ জানুয়ারি ভোরে খোসালপুর বিওপি এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি সদস্যরা।
এছাড়াও একই দিন সকালে খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুইজন নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।
