ঝিনাইদহ নবগঙ্গা নদী রক্ষায় তিনদিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ জেলার প্রাণপ্রবাহ নবগঙ্গা নদীকে রক্ষা ও পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আজ ১৯ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হয়েছে "নবগঙ্গা নদী পরিচ্ছন্নতা অভিযান। জেলা প্রশাসন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঝিনাইদহ-এর উদ্যোগে এই তিনদিনব্যাপী কর্মসূচি ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নবগঙ্গা নদীর ক্যাসেল ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে

নবগঙ্গা নদী শুধু একটি নদী নয়; এটি ঝিনাইদহ জেলার কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একসময় এই নদীই ছিল এলাকার সেচব্যবস্থা, মৎস্য সম্পদ এবং নৌযোগাযোগের প্রধান ভরসা। কিন্তু দীর্ঘদিনের দখল, দূষণ ও অব্যবস্থাপনার ফলে নবগঙ্গা নদী আজ অস্তিত্ব সংকটে ভুগছে। এই বাস্তবতা থেকেই নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সরাসরি অংশগ্রহণমূলক উদ্যোগ হিসেবে এই পরিচ্ছন্নতা অভিযান গ্রহণ করা হয়েছে।

নবগঙ্গা নদী ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটির উৎপত্তি মাথাভাঙ্গা নদী থেকে। এটি ঝিনাইদহের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত আতাই নদীতে পতিত হয়েছে। ঝিনাইদহ জেলার নবগঙ্গা নদীর মোট দৈর্ঘ্য ৬৭.৫৫৭ কিলোমিটার।

কর্মসূচির প্রথম দিন (১৯ জানুয়ারি ২০২৬) সকাল ৯.৩০টায় উদ্বোধন ও প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের সূচনা হয়। পরবর্তীতে প্রতিদিন সকাল ৯.৩০টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত নদী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

আয়োজকরা জানান, এই অভিযানের মূল লক্ষ্য শুধু ময়লা ও কচুরিপানা পরিষ্কার নয়; বরং নদী দখল ও দূষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নবগঙ্গা নদীকে একটি সুস্থ ও জীবন্ত নদী হিসেবে সংরক্ষণ করা। জেলা প্রশাসন সকল শ্রেণি-পেশার মানুষকে নবগঙ্গা নদী রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এবং এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে নবগঙ্গা নদী আবারও তার স্বাভাবিক সৌন্দর্য ও গুরুত্ব ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন