মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন Cebu খালেদা জিয়া'র মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বেনাপোল বন্দরে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারী) বেলা ১,৩০ টার দিকে বেনাপোল স্থলবন্দর ৩ নং গেইট সম্মুখে বেনাপোল-যশোর মহাসড়কে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৮৯১ ও ৯২৫)-এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
শ্রমিক সংগঠন ৮৯১'র সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া অনুষ্ঠানে অংশ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫,যশোর-১(শার্শা) আসনে প্রতিদ্বন্ধিতাকারী বিএনপি মনোনিত "ধানের শীষ" মার্কার প্রার্থী মো.নুরুজ্জামান লিটন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করা হয় এবং বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
এমপি প্রার্থী নুরুজ্জামান লিটন বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন দেশনেত্রী। সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন লড়াই করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো"।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫'র সাধারণ সম্পাদক-মো. সহিদ আলী এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। তিনি জানান, শ্রমিকদের পক্ষ থেকে প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এছাড়াও দেশের শান্তি, সমৃদ্ধি এবং শ্রমিকদের কল্যাণে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মো.সাইদুল বাশার।
এ ছাড়াও দোয়া মাহফিলে অংশ নেন-শার্শা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক-মোস্তফা কামাল মিন্টু,শার্শা কৃষকদল সভাপতি-আমিরুল ইসলাম,বেনাপোল বন্দর ব্যবসায়ী সমিতি'র সভাপতি-মো.আজিজুল হক,সাধারণ সম্পাদক-জসিম উদ্দিন,বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৮৯১'র সাধারণ সম্পাদক-লিটন হোসেন,শার্শা ছাত্রদল আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন,বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক-মো.আরিফুল ইসলাম আরিফ,বেনাপোল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ দুই শ্রমিক সংগঠনের কয়েক'শ শ্রমিক অংশগ্রহণ করেন।
রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাকে দাফন করা হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়। দাফনের আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার বিশাল জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষের সমাগম হয়েছিল।
