নওগাঁর নিয়ামতপুরে জমি কিনেছে পুকুরের পশ্চিমে, জবরদখল করেছে পূর্ব দিকে!


এ.বি.এম.হাবিব, নওগাঁ : নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একটি পুকুর পাড়ে পশ্চিম দাগে জমি ক্রয় করে,জোর পুর্বক পূর্ব দিকে জবর-দখল করেছে নুর ছালাম নামের এক ব্যক্তি।

স্থানীয় ও জমির মালিক সুত্রে জানা যায়, উপজেলার বাদে চাকলা মৌজার ৭০ দাগে মোট সম্পত্তি ১.১২ একর। গত ৯/১১/১৯৩৭ সালে, বাংলা ৪ঠা বৈশাখ ১৩৩৭ তারিখে সৈয়দ এলাহি গং এর পক্ষে, শ্রী বঙ্কিম চন্দ্র  মন্ডল প্রধান গোমস্তা হিসেবে, শ্রী নিরঞ্জন মাঝি বরাবর ১৫/- টাকা নজরানা হিসেবে চিরস্থায়ী জমিদার পত্তন প্রদান করেন। নিরঞ্জন মাঝি পত্তন মুলে প্রাপ্ত হয়ে দখলে থাকাকালে এস এ খতিয়ানে ভুল বশত সাবেক ৭০ দাগে ৮২ শতকের স্থলে, ১১২ শতক হয়,এবং আর এস খতিয়ান প্রস্তুতকালে ভুলবশত সাবেক ৭০ দাগে,হাল ৮৫ দাগে, ৮২ শতকের স্থলে মাত্র ১২ শতক লিখিত হয়। পরবর্তীতে আদীবাসী জেষ্ঠা মাঝি,শিবু মাঝি ও শুকল মাঝির কোন রকম পড়াশুনা জানা না থাকায়, এস এ ও আর এস খতিয়ানে তাদের নাম সহ রোস্তমের নাম ভুল বশত যুক্ত হয়। এরপর সর্বশেষ সম্পতিটির ওয়ারিশ থাকে জেষ্ঠা মাঝি ও সিবু। জেষ্টা ও সিবু মারা গেলে,সিবুর দুই ছেলে-বড়খা ও মঙ্গল এবং আরো ওয়ারিশ মিঠুন ও ফিলিপের কাছ থেকে গত ২০২৩ সালে (আদিবাসীর সম্পত্তি)  ডিসির পারমেশন অনুযায়ী মোসারফ হোসেন সাবেক ৭০ দাগ,হাল দাগ ৮৫, পুকুরের দক্ষিন/পুর্ব দিকে উল্লেখ করে ৬ শতক জমি ক্রয় করেন এবং ভোগ দখল করেন। অন্যদিকে নুর ছালাম  ২০২৫ সালে বাঁকী ওয়ারিশের কাছ থেকে, উত্তর /পশ্চিম উল্লেখ করে সম্পত্তির ৬ শতক ক্রয় করেন এবং তিনিও ভোগ দখল করেন।  এমতবস্থায় গত ( ২৪ ডিসেম্বর) ২০২৫ ইং তারিখে ভোর ৫ টায়  নুর ছালাম ও তার ভাড়াটিয়া অজ্ঞাত প্রায় ৩০/৪০ জন সন্ত্রাসীদের নিয়ে মোসারফের ক্রয় করা ভোগ-দখলি সম্পত্তির উপর হামলা চালায়। স্থানীয়রা জানায়, সকলে হাতে বড় বড় হাঁসুয়া,রামদা,কুড়াল,সাবল সহ মারাত্মক ধারালো অস্ত্র থাকায় কেহ সেখানে আসতে সাহস পায় নাই।  নুর ছালাম সহ সন্ত্রাসীরা মোসারফের লাগানো গাছ, শবজির বাগান,টিনের ঘর,খরের পালাসহ সবকিছু ভেঙ্গে চুড়ে তছনছ করে দেয় এবং ঘরে থাকা সবকিছুই লুটপাট করে নিয়ে যায়। মোসারফ ও স্থানীয়রা জানান,সকাল ৮টা পর্যন্ত এই সন্ত্রাসী কর্মকান্ড চালায় তারা। সন্ত্রাসীরা মোসারফ হোসেনকেও আক্রমণ করতে গেলে,তিনি দৌড়ে ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। 

এ বিষয়ে মোসারফ হোসেন বাদী হয়ে,নুর ছালাম ও অজ্ঞাতদের বিবাদী করে নওগাঁ নিয়ামতপুর সিভিল জজ আদালতে একটি মামলা করেছেন।

বিবাদী নুর ছালামের বক্তব্য নেওয়ার জন্য তার বাড়িতে গেলে, প্রতিবেশিরা জানান,সে বাড়িতেই আছে কিন্তু বাড়ি থেকে মহিলারা জানান, সে বাড়িতে নেই।  পরবর্তীতে তার মোবাইল নম্বর নিয়ে, মোবাইল ফোন করিলে,তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ভুক্তভোগী মোসারফ হোসেন সুষ্ঠু বিচারের দাবী জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন