সাংবাদিক এইচ.এম. সিরাজের পিতার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ


আজ ১ জানুয়ারি'২০২৬ বৃহস্পতিবার, সাংবাদিক এইচ.এম. সিরাজ'র পিতা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামস্থ নিজ বাড়িতে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বরাবরের ন্যায় এবারও মরহুম মোহাম্মদ খোরশেদ মিয়ার আত্মার মাগফেরাত কামনায় গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ, শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়ার মহফিল। পরিবারের উদ্যোগে গৃহিত এসব কর্মসূচিতে মরহুমের আত্মীয়-পরিজন, শুভানুধ্যায়ী ও স্থানীয়দের সবান্ধব অংশগ্রহণ একান্তভাবে কামনা করা হয়েছে।

উল্লেখ্য, বিশিষ্ট সমাজ সেবক মরহুম আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ মিয়া কসবার গোপীনাথপুর ইউনিয়নের প্রাক্তন রেশন ডিলার, গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য,বাড়াই হযরত উজুরি শাহ্ (রহ.) ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তাছাড়াও মোহাম্মদ খরশেদ মিয়া জীবদ্দশায় বহু জনহিতকর কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। বিগত ২০১৮ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর দিবাগত রাতে ৯৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক প্রজাবন্ধু’র নির্বাহী সম্পাদক, দৈনিক শেয়ার বিজ'র জেলা প্রতিনিধি, শিক্ষানবিশ অ্যাডভোকেট, কবি ও লেখক এইচ.এম. সিরাজ মরহুম আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ মিয়ার দ্বিতীয় পুত্র। সাংবাদিক এইচ.এম. সিরাজ তার পিতার আত্মার মাগফেরাতে সকল মহলের নিকট দোয়া কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন