আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর সাপাহার উপজেলায় ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় এক অনন্য সাফল্যের নজির স্থাপন করেছে ‘অভিভাবক ক্যাডেট প্রাইভেট কেয়ার’। চলতি বছর উপজেলার কোনো কোচিং সেন্টার থেকে এই প্রথম একসঙ্গে পাঁচজন শিক্ষার্থী ক্যাডেট কলেজের লিখিত পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
এই সাফল্য উপলক্ষে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘অভিভাবক ক্যাডেট প্রাইভেট কেয়ার’-এর পরিচালক মো. আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম এবং সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (বিসিএস নন-ক্যাডার) বিবেক আমিন।
ক্যাডেট কলেজের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন— নাবিল সাদাত, আরাফাত মাহি, মো. মনজুরুল হক মাহি, শাহারিয়ার এবং মোসা. সাদিয়া হুদা দিশা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মফস্বল উপজেলা থেকে একই প্রতিষ্ঠান থেকে একসঙ্গে পাঁচজন শিক্ষার্থীর ক্যাডেট কলেজের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অর্জন। এই সাফল্যের পেছনে শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা আশা প্রকাশ করেন, এই অর্জন সাপাহারের অন্যান্য শিক্ষার্থীদের ক্যাডেট কলেজে ভর্তির ক্ষেত্রে আরও আগ্রহী ও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
