Daily News BD Online

দুবাই তে সাফল্য হাসান জাহাঙ্গীর


বিনোদন  প্রতিবেদক :
আমেরিকার পর দুবাইতে এবার বিজ্ঞাপন নির্মাণ করলেন  হাসান জাহাঙ্গীর।
আমেরিকার বাংলা চ্যানেলগুলোতে টিভি খুললেই দেখা যায় - হাসান জাহাঙ্গীরের নির্মিত বিজ্ঞাপন গুলো নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এবার এর ধারাবাহিকতায় বিজ্ঞাপন নির্মাণ করলেন দুবাইতে। মোল্লা স্কাই ট্রাভেল এন্ড ট্যুরিজম এল টি টি সি এই প্রতিষ্ঠানটির।
গত পহেলা ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির উদ্বোধন করার জন্য প্রতিষ্ঠানের  কর্ণধার বেলাল মোল্লা এবং ইনফিনিটির প্রতিষ্ঠানের ডিএমডি মিঠু সাহেবের আমন্ত্রণে দুবাই  যান।
উদ্বোধন শেষে হাসান জাহাঙ্গীর দুবাই আবুধাবি কাতার সহ বিভিন্ন দেশের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং দেশ থেকে দুবাই সহ বিভিন্ন দেশে - আমাদের দেশের মানুষ রা গেলে যাতে প্রতারিত না হয়   সে বিষয়টা তুলে ধরেন।
পরবর্তীতে বহুল আলোচিত আরাভ খান এর স্বর্ণের দোকান উদ্বোধন করার অফার পেলেও সেই অফার ফিরিয়ে দেন।দুবাইয়ে নির্মিত  বিজ্ঞাপনটি ঈদ উপলক্ষে বাংলাদেশ সহ.. বহিবিশ্বের ১২ টি দেশে একসাথে চলবে।
হাসান জাহাঙ্গীর - ঈদের পরপর আবারো বিজ্ঞাপন নির্মাণ করার জন্য তার টিম নিয়ে আমেরিকা-  কানাডা-  ইতালি  দুবাই... কাতার.. আবুদাবি .. কুয়েত যাবেন বলে প্রস্তুতি নিচ্ছেন।
এবার টেকনিক্যাল সাপোর্টের সাথে জনপ্রিয় কিছু তারকা এই সফরের সঙ্গী হচ্ছেন। বাংলাদেশে হাসান জাহাঙ্গীর ই প্রথম দেশ বিদেশে সমান তালে - নাটকের পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় একসাথে চালিয়ে যাচ্ছেন। বহি-বিশ্বের মানুষের কাছে দিন দিন তার চাহিদা তুঙ্গে।
  ঈদ উপলক্ষে প্রতিবছরের মতো হাসান জাহাঙ্গীর এর হাফ ডজন নাটক এইবারও প্রচারিত হচ্ছে বিভিন্ন চ্যানেলে। আগামী বছরের প্রথম দিকে বিগ বাজেটের সিনেমা নির্মাণের প্রস্তুতি শেষের দিকে।  বর্তমানে সিনেমার গান রেকর্ডিং এর কাজ চলছে। এরই মধ্যে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ও ব্যস্ত রয়েছেন।   ঈদের পর ২৭ এ মে থেকে শুরু হচ্ছে পরবর্তী ঈদের কাজ। সিঙ্গেল নাটক নির্মাণ এবং অভিনয় দিয়ে শুরু করছেন পরবর্তী ঈদের শুটিং।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন