Daily News BD Online

ঈদে এক ডজন নাটক নিয়ে যাহের আলভী


বিনোদন প্রতিবেদক :
টেলিভিশন নাটকে নিয়মিত মুখ যাহের আলভী আসন্ন ঈদে হাজির হচ্ছেন এক ডজন নাটক নিয়ে। দর্শকদের ভালো কিছু কাজ উপহার দিতেই দিন-রাত এক করে লাইট-অ্যাকশন ক্যামেরায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ঈদে প্রচার হতে যাওয়া তার নাটকগুলোতে সহ-অভিনেত্রী হিসেবে দেখা যাবে অহনা রহমান, ফারিয়া শাহরিন, সাদিয়া জাহান প্রভা, ইফফাত আরা তিথি ও সেমন্তি সৌমিকে। এরমধ্যে উল্লেখযোগ্য নাটকগুলোর তালিকায় রয়েছে- বংশপরিচয়, পিরিতের পেত্নী ভালো, ডিস্কো বাবু, হুলস্থুল প্রেম, বউ মরা কপাল, চোরে চোরে জামাই বউ ইত্যাদি।  

এ বিষয়ে যাহের আলভী বলেন, ঈদে বেশ কিছু ভালো কাজ নিয়ে হাজির হতে যাচ্ছি। গত ঈদে অনেক নাটক করেছিলাম, এবার তুলনামূলক একটু কম নাটক করছি। কাজের সংখ্যা কমিয়ে মান বাড়ানোর চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের গল্পে কাজ আসছে। রোমান্টিক, ইমোশনাল, অ্যাকশনধর্মী, কমেডি সব ধরনের। আমার দর্শকরা ঈদে ভিন্ন স্বাদের কাজ পাচ্ছে এমনটিই বলে রাখতে পারি।’

দর্শকদের উদ্দেশ্যে এই অভিনেতা বলেন, ঈদে সবাই কাজগুলো দেখবেন এবং জানাবেন। আগের আর বর্তমান কাজের মধ্যে তুলনা করবেন। ভালো হলে পজিটিভ বলবেন, খারাপ লাগলেও বলবেন। এতে কাজের ভুলগুলো সহজে শুধরে নিতে সহায়তা হবে। এটা আমার সামনের কাজের আরো ভালো করার পথ খুলে দেবে।

উল্লেখ্য, ২০১৩ সালে শাহেদ শরিফের ‘অসমাপ্ত কাহন’ নাটকে প্রথমবার অভিনয় করেন আলভী। এরপরের গল্পটা এগিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন