Daily News BD Online

গত ৮ মাসে সাড়ে চার কোটি টাকার মাদক দ্রব্য জব্দ করেছে কসবা থানা পুলিশ


সজল আহাম্মদ খান, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন ও কসবা আখাউড়া সার্কেল মোঃ দেলোয়ার হোসেন এর দিকনির্দেশনায় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি   মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এর নির্দেশে কসবা থানা পুলিশ গত আট মাসে প্রায় সাড়ে ৪ কোটি টাকার বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে। এ সময় ২২২ জন মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪০ মণ গাঁজা, ১৫ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৩২৫ বোতল বিদেশি মদ, ১৩৭ বোতল ফেনসিডিল, বিয়ার ১৫৩ বোতল ও হুইস্কি ১৭ বোতল। একই সঙ্গে উল্লিখিত সময়ে মাদক পাচারে ব্যবহৃত ১ কোটি টাকা মূল্যের বিভিন্ন যানবাহন জব্দ করে কসবা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন