গোলাম রব্বানী-টিটু, (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের মোঃ আজিজুল হক ভুয়া সার্টিফিকেট ও নিয়মবর্হিভুতভাবে ২নং ধানশাইল ইউনিয়নের আনছার কমান্ডার পদে সকলের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন যাবত সু-কৌশলে চাকুরী করে সরকারী বেতন-ভাতা আত্মসাৎ করে আসছে। ওই এলাকার মৃত আফছার আলীর পুত্র আকবর আলী সরকার এ বিষয়ে ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২৬/০৬/১৯৭১ ইং জন্ম তারিখ দেখাইয়া আজিজুল হক গত ০৫/০১/১৯৯৮ ইং তারিখে ভটপুর এইচইউ উচ্চ বিদ্যালয় হইতে বয়স কম দেখিয়ে এবং উক্ত স্কুলে লেখাপড়া না করে ৯ম শ্রেণীর একটি ভূয়া সার্টিফিকেট উত্তোলন করে ওই ভূয়া সার্টিফিকেট দিয়ে আনছার কমান্ডার পদে চাকুরী করে আসছে। এছাড়াও তার বিভিন্ন দলিলাদি ও পূর্বের ভোটার তালিকা অনুযায়ী তার জন্ম তারিখ একেক সময় একেকটা দেখানো হয়েছে। এছাড়াও সে আনছার কমান্ডারের সুযোগে ক্ষমতার অপব্যবহার করিয়া নিরীহ মানুষের বিরুদ্ধে
ভয়ভীতি প্রদর্শন করে ফায়দা লোটার চেষ্টা করছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য ওই এলাকার বাসিন্দা আকবর আলী সরকার বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে তিনি জানান। এ ব্যাপারে অভিযুক্ত আজিজল জানান আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট ।
Tags
বাংলাদেশ