বিনোদন প্রতিবেদক :
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রাপ্ত শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী পুষ্পিতার কণ্ঠে সম্প্রতি প্রকাশ হলো ‘কালিয়া’ গানের মিউজিক ভিডিও। গানটি প্রকাশিত হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘Nuzhat Sabiha Pushpita’ থেকে।
গানের কথা লিখেছেন গীতিকার হাবীব সিরাজী । সুর ও সংগীতায়োজন করেছেন সুজন আরিফ। গানটিতে মডেল হিসেবে ছিলেন পুষ্পিতা এবং তানভীর।
পুষ্পিতা বলেন, গানের কথা ও সুর আমার খুব ভালো লেগেছে । আমি সচরাচর যে ধরনের গান গেয়ে থাকি তার থেকে একটু ব্যতিক্রমধর্মী এ গানটি। চেষ্টা করেছি ভালো গাওয়ার। আশা করি দর্শক-শ্রোতাদের গানটি ভালো লাগবে।
সুজন আরিফ বলেন, পূর্বে পুষ্পিতার বেশ কিছু গানের কাজ করেছি। তার গায়কী সবসময়ই আমার ভালো লেগেছে । সে এই গানটিও দারুণ গেয়েছে। পুষ্পিতার জন্য শুভকামনা সবসময়।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এস এম শরিফুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল এস এস মিডিয়া ভিশন।
Tags
বিনোদন