Daily News BD Online

নাগরপুরে শ্রমিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি টিটু


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে টাঙ্গাইলের নাগরপুওে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অটোটেম্পু অটোরিক্সা ও ইজিবাইক শ্রমিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বুধবার সকালে নিজ বাসভবন থেকে প্রায় ৮শ শ্রমিকের মাঝে ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সবর, আব্দুল আলিম দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মো. উজ্জল মোল্লা, শ্রমিকলীগের সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক মো.শাহ-আলম মিয়া,অটোটেম্পু অটোরিক্সা ও ইজিবাইক সমিতির সভাপতি মো. সাইদুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন ও ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন।


এসময়এমপি আহসানুল ইসলাম টিটু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আবার নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বিজয়ী করবেন। তিনি আরো বলেন, আপনারা আমার জন্য দো’য়া করবেন,আগামীতে যেন আবারও নাগরপুর দেলদুয়ারের মানুষের সেবা করতে পারি।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন