Daily News BD Online

কমলগঞ্জে ছেলের হাতে বাবা খুন


আব্দুল হামিদ,  কমলগঞ্জ (মৌলভীবাজার) :
 

মৌলভীবাজারের কমলগঞ্জের বাঘাছড়া চা বাগানে সামান্য  ঘটনাকে কেন্দ্র করে, ছেলের হাতে বাবা খুন হয়েছেন । খুন হওয়া ব্যক্তি কমলগঞ্জ  উপজেলার ইসলামপুর ইউপির বাঘা ছড়া চা বাগানের  রবী ঘাষী।
রবিবার রাত ১১টা ৩০মিনিটের  দিকে বাঘাছড়া শ্রমিক লাইনের নিজ বাড়িতে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে বলে জানা যায় । এ ঘটনার পর স্থানীয় লোকজন  ঘাতক পুত্র সুকেশ ঘাষীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

জানা যায়, রবিবার রাতে বাড়িতে বাবা রবীর সঙ্গে ছেলে সুকেশের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে ঘরে থাকা ধা দিয়ে বাবার মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রবী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশে থাকা লোকজন ঘাতক ছেলে সুকেশকে আটক করে।

খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই পবিত্র কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক পুত্র সুকেশ ঘাষীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী বলেন, পারিবারিক সমস্যার জের ধরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। লাশ উদ্ধার করে ঘাতক ছেলেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন