দেওয়ানগঞ্জে ডিবি-২,এর অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 


দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রবিবার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ এর একটি দল দেওয়ানগঞ্জ থানাধীন পাথরেরচর পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বসতবাড়ির আঙিনায় রাখা খড়ের পালার ভেতর থেকে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় যাহার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা।

ডিবি-২ জামালপুরের অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. পলাশ মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-২,এর ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, উদ্ধারকৃত মাদক আদালতে পাঠানো হবে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন