আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো: মাহবুবুল আলম তাঁর মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রোমানা রিয়াজের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম দাখিল করেন। মনোনয়নপত্র জমাদানকালে উপজেলা নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় প্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নওগাঁ-১ আসনের নির্বাচনী পরিচালক নওশাদ আলী, সাপাহার উপজেলা জামায়াতের আমীর আবুল খায়ের (তরুণ) ও পোরশা উপজেলা আমীর সাগর আলী। এছাড়াও সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর অধ্যক্ষ মাহবুবুল আলম জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
