চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস'২০২৩ উদযাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
“শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যে সামনে রেখে মহান মে দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি পালন উপলক্ষে সোমবার (১ মে) বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানর আয়োজন করেন জেলা প্রশাসন।
পবিত্র কোরআনশরিফ থেকে তেলওয়াত করেন শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. কবিরুল ইসলাম ও গীতা পাঠ করেন গৌরী চন্দ সীতু।
গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায়: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক-ডিডি কৃষিবিদ মো. মাহমুদার রহমান আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক মো:জুয়েল রানাসহ অন্যরা।
বক্তারা বলেন, স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের
মনোন্নয়নে শ্রমিক ভাতা চালু করেছেন। করোনাকালীন সময়ে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেলে বা অনেক কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাই হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রমিকদের নানাভাবে সহযোগিতা করা হয়েছে। আর তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
এ সময় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার মো. জুবায়ের জাহাঙ্গীর, বিভিন্ন শ্রমিকসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শেষে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
Tags
বাংলাদেশ