আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) :
দিনাজপুরের ফুলবাড়ীতে ০১ মে (বৃহস্পতিবার) দৈনিক নবরাজ পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি আল আমিন বিন আমজাদের উদ্যোগে দৈনিক নবরাজ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় উপজেলা হলরুমে পত্রিকাটির ফুলবাড়ী প্রতিনিধি আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল।এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান উজ্জল,ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। একে অপরকে কেক খাওয়ানোর আনন্দে মেতে ওঠেন।
Tags
বাংলাদেশ