কাব্যের স্বর্গে চেতনায় নজরুল
যেন নৈসর্গিক কালজয়ী গান,
জীবন্ত কিংবদন্তি সাম্যের কবি
বাংলা সাহিত্যের অম্লত্ব প্রাণ।
ইতিহাস বলে নজরুলের কথা
তার কণ্ঠ ধ্বনি কবিতায় গাঁথা
তোমার স্মৃতিচারণে মনে ব্যথা
সাম্যের কবি তুমি সোনালি পাতা।
লিখেছো তুমি শত মুক্তির গান
অমর সাহিত্যে তোমার অবদান,
অন্যায়ের কাছে করোনি নতশির
হে নজরুল তুমি বাংলার বীর।
তোমার চোখে প্রতিবাদের নেশা
কণ্ঠে সমাজ সংস্করণের ধ্বনি,
সিংহ পুরুষ তুমি করেছো বিদ্রোহ
ইতিহাসে অম্লান সেই বাণী।
Tags
শিল্প সাহিত্য