Daily News BD Online

ইবির জিয়া হলের নতুন প্রভোস্ট ড. জাকির


আর আই রাজিব :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন। সোমবার (১৫ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে, ভিসি মহোদয় শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল জলিল পাঠানকে অবসায়ন ঘটিয়ে তদস্থলে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শেখ এ.বি.এম. জাকির হোসেনকে হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন বলেন, প্রশাসন আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি খুবই আনন্দিত। আমি প্রথমত যোগদান করে হাউজ টিউটর ও হল সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলে হলের সমস্যাগুলো চিহ্নিত করব। এবং সেই অনুযায়ী সমাধানের চেষ্টা করবো। এজন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন