মোঃ হাসান, স্টাফ রিপোর্টার :
কুমিল্লা, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৭ মাসের শিশু মোঃ নিহাদকে অপহরণ করে পালিয়ে যান প্রতিবেশী ভাড়াটিয়া মাহমুদা বেগম। অপহরণের মাএ ৮ ঘন্টার মধ্যে হোমনা থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে, চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশের সহায়তায় চট্টগ্রামের কদমতলী বাসস্ট্যান্ড থেকে শিশু নিহাদকে উদ্ধার করে নিহাদের মায়ের কোলে বুঝিয়ে দেয় এতে করে নেহাদের মা কোলের শিশু ফেরত পেয়ে বাংলাদেশ পুলিশের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে এবং অপহরণকারী মাহমুদার দৃষ্টান্তমূল শাস্তি দাবি করে।
দ্রুত সময়ের মধ্যে অপহৃত শিশুটিকে উদ্ধার অভিযান সম্পর্কে আজ রবিবার বেলা একটায় হোমনা থানায় সাংবাদিকদের সঙ্গে প্রেসব্রিফিং করেন হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা।
Tags
বাংলাদেশ