Daily News BD Online

এলাকায় না থেকেও মামলার আসামি ইউপি চেয়ারম্যান


মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মাজার কমিটির দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন গুরুতর আহত হন। আহতদের সিলেট ও ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী এলাকায় না থাকলেও রহস্যজনকভাবে এ মামলায় তাকে ২ নাম্বার আসামি করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , মাধবপুর উপজেলার সুরমা গ্রামের হযরত শাহ চাঁন মিয়া চৌধুরী (রঃ) মাজারের কমিটি নিয়ে চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ও একই গ্রামের ইকবাল চৌধুরীর লোকজনদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। মাজারের ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের লোকজনদের মধ্যে হামলা, মামলার ঘটনা ঘটে।

গত (বৃহস্পতিবার) বিকেলে শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের মৃত মন্নাফ মিয়ার ছেলে আব্দুল আওয়াল মিয়া কৃষি জমিতে কাজ করার সময় ইকবাল হোসেন চৌধুরী ও জয়নাল মিয়ার নেতৃত্বে কয়েকজ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল আওয়াল মিয়ার উপর হামলা করলে কৃষক আব্দুল আওয়াল গুরুতর আহত হন। এ সময় আব্দুল আওয়াল নিজেকে বাঁচাতে হাতে থাকা কোদাল দিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে অপর পক্ষের আকির মিয়া নামে একজন আহত হয়।

এ ঘটনায় আকির মিয়ার বোন হাবিবা খাতুন বাদী হয়ে শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী কে ২ নং আসামি করে একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৩৫) । কিন্তু ঘটনার দিন শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে একটি মিটিংয়ে ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ এরশাদ আলী জানান, গত ( বৃহস্পতিবার) ঘটনার সময় তিনি একটি কাজে হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট গিয়েছিলেন। সেখানে তিনি শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী কে বসে থাকতে দেখেছেন। বিকেল পর্যন্ত তিনি জেলা প্রশাসকের কার্য্যালয়ে ছিলেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী জানান, ঘটনার দিন বিকেল পর্যন্ত তিনি জেলা প্রশাসকের কার্য্যালয়ে ছিলেন। সংঘর্ষের ঘটনায় তিনি জড়িত না থাকলেও তাকে মামলায় আসামী করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন