Daily News BD Online

পটুয়াখালীর গলাচিপায় র‍্যাব পরিচয় দিয়ে অর্থ আদায়ের অভিযোগ



পটুয়াখালীর গলাচিপা উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাপ্টেন পরিচয় দিয়ে অর্থ আদায়ের অভিযোগে শহীদুল ইসলাম (৪০) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুরা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

আটক শহীদুল ইসলাম গলাচিপার বড় গাবুরা গ্রামের মোসলেম প্যাদার ছেলে। র‍্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক শহীদুল ইসলাম নিজেকে র‍্যাবের ক্যাপ্টেন মো. মনিরুজ্জামান পরিচয় দিয়ে মুঠোফোনে বরগুনার আমতলী উপজেলার এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেন। টাকা না দিলে যেকোনো মুহূর্তে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো ও হত্যার হুমকি দেন তিনি। একপর্যায়ে নিরুপায় হয়ে ওই ব্যক্তি শহীদুলের দেওয়া বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠান। পরে আবারও টাকা দাবি করলে তিনি র‍্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্প বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

তদন্তে র‍্যাব অভিযোগের সত্যতা পেয়ে ওই যুবককে আটক করতে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় গতকাল রাত সাড়ে ১০টার দিকে র‍্যাবের পটুয়াখালী ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে বড় গাবুরা গ্রাম থেকে ওই যুবককে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মুঠোফোন ও বিকাশ হিসাবনম্বর হিসেবে ব্যবহৃত দুটি সিম কার্ড জব্দ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন