Daily News BD Online

দেওয়ানগঞ্জে জলবায়ু পরিবর্তন মোকালায় ও নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত


ফারুক মিয়া জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলাজ জলবায়ু পরিবর্তন মোকালায় ও নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১৯ জুন সোমবার ১১ সময় উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর,চিকাজানী ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাস সহ  আরও অনেকেই।


জলবায়ুর ঝুঁকি সূচক ২০২১ অনুযায়ী বাংলাদেশ বিশ্বের ৭ম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে । সাম্প্রকিত সময়ে জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের সংখ্যা ও তীব্রতা উভয়েই উল্লেখ্য  হারে বেড়েছে। ফলে নদীবাহিত নিম্ন সমভূমি,চরে বসবাসরত মানুষ পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পেরে প্রতিনিয়ত দূর্যোগের স্বীকার হয়ে তাদের জীবন ও জীবিকা  চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।  সরকারের এসডিজি`র জেন্ডার সমতা-৫,ক্লাইমেট এ্যাকশন-১৩,শাস্তি,ন্যায় বিচার এবং প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ-১৬ অর্জনে সরাসরি অবদান রাখবে। পরোক্ষভাবে দ্রারিদ্রতা বিমোচন-১ ও অসমতা হ্রাস-১০ অর্জনে অবদান রাখবে।

বাংলাদেশের উত্তর পূর্ব দিকে হাওর অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তন ও পরিবেশ গত অবক্ষয়ের কারনে ভূমিক্ষয়,,আগাম আকস্মিক বন্যা ও শুস্ক মৌসুমে খরার স্বীকার হচ্ছে ফলে ঐতিহ্যগত কৃষিকাজ ব্যহত হচ্ছে এবং নারী সহিংসতা বৃদ্ধি । এরই ধারাবাহিকতায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এবং সুইডেন সরকারের আর্থিক সহযোগিতার মাধ্যমে বাস্তবায়নকারী জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও আজ ১৯জুন ২০২৩খ্রী: উপজেলা সমম্মেলন কক্ষে Kg~¨DwbwU wfwËK Rjevqy mnbkxj I bvixi ÿZgvqb Kg©m~Px-wµqv  প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়, দেওয়ানগঞ্জ,জামালপুর। প্রকল্পটি দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ও চিকাজানি ২টি ইউনিয়নে বাস্তবায়ন করছে। প্রকল্পটি   জলবায়ু ঝুঁকিপূর্ণ   দেশ হওয়ার কারনে  প্রশমন কার্যক্রমের সাথে সাথে  প্রান্তিক মানুষের  অভিযোজন ক্ষমতা তৈরী  করা ।  অষ্টম পঞ্চ বার্ষিকি পরিকল্পনা অনুযায়ী শুষ্ক জমি,জলাভূমি ও চরাঞ্চলের প্রান্তিক জনগণের আধুনিক জলবায়ু  সহিষ্ণু ও পরিবেশ বান্ধব কৃষি পদ্ততি গ্রহণ ও কৃষি খাতে নারীর কার্যকরী অংশগ্রহনকে উ’সাহীত করা ।

প্রকল্পটি ১৬২০ জন উপকারভোগী (নারী,পুরুষ, যুব ও কিশোরী) সক্ষমতা ও দক্ষতার  মাধ্যমে লক্ষিত নারী এবং মেয়েদের নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন ও দক্ষতা তৈরী হবে যাতে করে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা,জলবায়ু দারিদ্রতা,বাল্য বিয়ে ও পারিবারিক সহিংসতা হ্রাস প্রতিরোধে যৌথ কার্যক্রম গ্রহণ করতে পারেন এবং সরকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির লক্ষে  নিম্নোক্ত উদ্দেশেগুলো নিয়ে কাজ করছে।

১.সেবাপ্রদানকারী সরকার-বেসরকারি সংস্থা বিশেষত স্থানীয় সরকারী প্রতিষ্ঠান সমূহ সংবেদনশীল করা।

২.জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূল,চর এবং হাওর অঞ্চলের অধিকতর বিপদাপন্ন জনগোষ্ঠির জীবন-জীকায়ন উন্নয়ন ও পরিবেশগত সহিষ্ণু বৃদ্ধি করা।

৩.নারী ও মেয়েদের নেতৃত্ব বিকাশ ঘটানো।

৪. প্রকল্প এলাকায় বাল্য বিবাহের হার এবং পারিবারিক সহিংসতা হ্রাস করা ।

৫. বিকল্প আয়ের সুযোগ এবং পারিবারিক আয় বৃদ্ধি করাই এই প্রকল্পের মুল উদ্দেশ্য।


সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি,   জেলা জণস্বাস্থ্য প্রকৌশল প্রতিনিধ, উপজেলা কৃষি আলমগীর আজাদ ,ম’স্য কর্মকর্তা শফিউল আলম,প্রাণিসম্পদ,স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ,সমাজসেবা,মহিলা বিষয়ক ও ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তাগণ সহ ইউনিয়নের সচিব এবং প্রকল্পের উপকারভোগি, ধমীয় নেতা, গণ্যমান্য ও বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং ইএসডিও জামালপুর জেলার ফোকাল  পার্সন মো: হাসান জামান, আ: বারি সরকার সহ  প্রকল্পের কর্মকর্তাবৃন্দগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন