Daily News BD Online

"দক্ষিণখানের উন্নয়নে ব্যার্থতার দায়ভার কাউন্সিলরের"


শোয়েব হোসেন :
ঢাকার উত্তর সিটির দক্ষিনখানের কাজীবাড়ি ও মাটির মসজিদ এলাকার  রাস্তাটির বেহাল দশা।  জানা যায়, এই এলাকাটি সিটি কর্পোরেশনের আওতায় আসার পর দু'বার সিটি নির্বাচন হয়। তবে নির্বাচিত কাউন্সিলররা কোনো কাজই করেননি।

এলাকার স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, আগামী নির্বাচনে এই প্রার্থীরা আমাদের কাছে কি ভোট চাইতে  আসবে না? তখন "কথা শুনাবো  ভালো  করে। " এমনকি তাদের আরো বলতে শোনা যায়,  এই রাস্তার কারনে তাদের চলাচল থেকে শুরু করে ব্যবসা-বানিজ্য সবই মহা  কষ্টদায়ক হয়ে গেছে!

 এক সময়ে এই রাস্তার পাশের জমি গুলো নর্দমা-পুকুর ছিলো।সেই জমিগুলোতেই  আজ বড় বড় অট্রালিকা গড়ে উঠেছে।  অথচ, এখন  রাস্তা গুলোই  হয়ে গেছে স্থায়ী  নর্দমা-পুকুর!  এই রাস্তাটির পাশেই অবস্থিত  সরকারি চালাবন্দ প্রাথমিক বিদ্যালয়।  রাস্তাটি চালাবন ৪৭ নং ওয়ার্ড এর আওতায় । এই ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব  এবং  ৪৬,৪৭ ও ৪৮ নং ওয়ার্ডের  মহিলা কাউন্সিলর ইলোরা পারভীন রাস্তাটির সম্পর্কে অবগত থাকলেও কোনো গুরুত্ব দেননি। বৃষ্টির পানিতে জমে থাকা জলাবদ্ধতা আর খানাখন্দে নেমে আসে চরম  জনদুর্ভোগ।

সরেজমিনে দেখা গেছে, পানি সরে যাওয়ার জন্য নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা।এ রাস্তাটির বিষয়ে এলাকাবাসী বহুবার ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেবকে জানালেও তিনি তার বিজ উদ্যোগে কোনো সংস্কারের ব্যবস্থাও করেনি।ক্ষিপ্ত জনতা বলেই বসেন,"বলতে বাধ্য হচ্ছি এই এলাকার উন্নয়ন হয়নি।কাউন্সিলররা অবশ্যই ব্যার্থ।তাই নয় কি!আপনারাই বলুন দায়ী কে? "

এই সংবাদ প্রকাশ ও প্রচারের মাধ্যমে উক্ত বিষয়ে সুষ্ঠু সমাধানের নিমিত্তে সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীল ব্যাক্তিবর্গ সহ এলাকার সচেতন ও প্রভাবশালী সকলের সুদৃষ্টি ও নিজ নিজ অবস্থান থেকে জরুরী ভাবে প্রয়োজনীয়  উদ্যোগ ও ব্যাবস্থা কামনা করা হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন