ফারুক মিয়া জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে গামারিয়া গ্রামে হাইওয়ে রোডে ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ট্রাক ও ভটভটি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে তবে বড় ধরনের আহতের কোনো ঘটনা ঘটেনি। সামান্য পরিমাণ আহত হয়েছেন ট্রাক চালক হাসানের।
৪ জুন রবিবার ২ টা ৩০ মিনিটের সময় জামালপুর-দেওয়ানগঞ্জের হাইওয়ে রোডের গামারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা এসআই সহিদুর রহমান,এএসআই আতিকুর রহমান আতিক সংগিও ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ট্রাক- ভটভটি থানায় নিয়ে যায়। ট্রাকে অদ্য ভর্তি সেভেন আপ ছিল আর ভটভটিতে ধান ভর্তি ছিল।
Tags
বাংলাদেশ