Daily News BD Online

সুন্দরগঞ্জ থানা পুলিশ কর্তৃক অভিনব কায়দায় মাদক পরিবহনকালে গাজা সহ ২ মাদক কারবারি গ্রেফতার


সঞ্জয় সাহা, গাইবান্ধা :

গাইবান্ধা  জেলার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা বাজার ( মহিলা বাজার) এর জনৈক নাজমুল হোসেন ও  এর সেলুন এর দক্ষিন পার্শ্বে বজরা ঘাট হতে সুন্দরগঞ্জগামী পাকা রাস্তার উপরে গোপনে অবস্থানকালে তারা মিয়া ও  জহুরুল ইসলাম রকেট এর নিকট কালো কাপড়ের গাটির ভিতরে থাকা পত্রিকা দিয়ে পেচানো  দুটি বান্ডিলে ৫০টি  বিভিন্ন রংয়ের দেশীয় তাতের শাড়ীর ভিতর পত্রিকা দিয়ে পেচানো  তল্লাশী করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের  ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য ( শুকনা গাজা) উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে শুক্রবার দুপুরে সুন্দরগঞ্জ থানায়  প্রেস কনফারেন্স করেছে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ইবনে মিজান।

তিনি জানান- গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন এর নির্দেশনা ও তত্ত্বাবধানে সুন্দরগঞ্জ থানা পুলিশ গত ৮ জুন বিকেলে এ,এস আই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স সহ  মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে উক্ত স্থান হতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বাবারিয়া এলাকার রহম আলী প্রামানিক এর পুত্র তারা মিয়া (৩৭) ও একই জেলার সেরখালি গ্রামের মোঃ আঃ কুদ্দুস এর পুত্র ২। মোঃ জহুরুল ইসলাম রকেট(৩৫), এর নিকট পৃথক দুটি বান্ডিলে ৫০টি  বিভিন্ন রংয়ের দেশীয় তাতের শাড়ীর ভিতর পত্রিকা দিয়ে পেচানো  তল্লাশী করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের  ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য ( শুকনা গাজা) উদ্ধার করে। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় ২০১৮ সালের ৩৬ ধারায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ জুন ২০২৩ ইং তারিখ মামলা হয়েছে।  যা মামলা নং- ১৩, জি আর নম্বর -১৬৭।

এ সময় উপস্থিত ছিলেন-গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)  শুভ্র দেব, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে,এম আজমিরুজ্জামান, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক, সুন্দরগঞ্জ থানা  তদন্ত অফিসার সেরাজুল হক সহ সাংবাদিকবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন