বিনোদন ডেস্ক : নিউইয়র্কে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড ’র ২১ তম আসরে রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেলেন নবাগত অভিনেত্রী প্রিয়মনি। ২৫ জুন ২০২৩ তারিখে আমাজুরা কনসার্ট হল, কুইন্স, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে ‘শো টাইমস মিউজিক’ এর আয়োজনে এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়।
এওয়ার্ড পাওয়ার পর নিউইয়র্ক থেকে প্রিয়মনি জানান আমি এই মুহূর্তে খুবই আনন্দিত। বাংলাদেশের বাইরে প্রথমবারের মতো আমি কোন এওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এর আগে দেশের বাইরে আমি কখনো কোন এওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যাইনি। আমি মনে করি দেশের বাইরে যদি কোন বড় এওয়ার্ড অনুষ্ঠান হয়ে থাকে তাহলে সেটা ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
এত বড় বড় অভিনেতা-অভিনেত্রীদের মাঝ থেকে আমি নতুন শিল্পী হিসাবে অ্যাওয়ার্ড পেলাম যার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছিনা।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম,সাজু খাদেম।জেমস,প্রতিক হাসান, জায়েদ খান কেয়া পায়েল, রেশমি মির্জা সহ আরোও অনেকে।