Daily News BD Online

পটুয়াখালীর বাউফলে সিলিন্ডার বিস্ফোরণে একজনের হাত বিচ্ছিন্ন দগ্ধ ২ জন


মোঃ আবু রায়হান, পটুয়াখালী  :


পটুয়াখালীর বাউফল উপজেলায় সিলিন্ডার  বিস্ফোরণে এক ব্যক্তির ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো দুজনের শরীর আগুনে পুড়ে দগ্ধ হয়েছে।  আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বগা বাজারের হাওলাদার ওয়ার্কশপে এ ঘটনা ঘটেছে।

গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুজন হলেন বগা বাজারের হাওলাদার ওয়ার্কশপের মালিক মো. সোহাগ হাওলাদার (৩০) ও ওই ওয়ার্কশপের প্রধান মিস্ত্রি  মো. লিটন মিয়া (৩৫)। তাঁদের মধ্যে সোহাগ হাওলাদারের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো জানা যায় ওয়ার্কশপের প্রধান মিস্ত্রি লিটন ঝালাইয়ের কাজ করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে বিকট শব্দ হয়। বিকট শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সোহাগের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে শরীর ঝলসে গেছে। লিটনেরও শরীর ঝলসে যায়। বিস্ফোরণের তীব্রতা এতই ভয়াবহ ছিল যে সিলিন্ডারের লোহার পাত টুকরা টুকরা হয়ে ওয়ার্কশপের দেয়াল ভেদ করে পাশের একটি ডায়াগনস্টিক সেন্টারের কয়েকটি জানালার কাঁচে আঘাত হানে।

এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে বগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাহমুদ হাসান বলেন, গুরুতর আহত সোহাগ ও লিটনকে বগা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন