Daily News BD Online

গিয়াস-খোকন ও আনোয়ারকে ছাত্রদলনেতা পিয়াস খন্দকারের শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক :
শনিবার (১৭ জুন) সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সভাপতি এবং গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় দেশনায়ক তারেক রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক ও ফতুল্লা থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ পিয়াস খন্দকার। তিনি বলেন, অনেক বছর পর নারায়ণগঞ্জ জেলা বিএনপি হেভিওয়েট কমিটি পেয়েছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র হাত ধরেই ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম শুরু হবে সেই আন্দোলনে বাংলাদেশের অরক্ষিত গনতন্ত্র মুক্ত হবে, ইনশাআল্লাহ। পাশাপাশি ফতুল্লা থানা বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটিতে কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিজ্ঞপ্তিতে তিনি আরো জনান যে, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, ছাত্রজীবনে সরকারি তোলারাম কলেজের ছাত্রনেতা ছিলেন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের নির্বাচিত সাধারন।
 সম্পাদক সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন ২০১১ সালের কাউন্সিলের পর তিনি কুতুবপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, ইতিমধ্যেই তিনি তার সাংগঠনিক দক্ষতায় কুতবপুর ইউনিয়ন বিএনপিকে ঢেলে সাজিয়েছেন এবং তার ধারাবাহিকতায় কুতুবপুর ইউনিয়ন বিএনপি প্রত্যেক ওয়ার্ডের কমিটি করে বিএনপিকে সুসংঘটিত করেছেন।
উল্লেখ্য, বিগত ১৪ই জুন ২০২৩ বুধবার তৎকালীন জেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন