নাগরপুরে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর নির্বাচনী অফিস  মোকনা ইউনিয়ন ২নং ওয়ার্ডে লাড়ুগ্রাম বাজারে উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে অফিস উদ্বোধন করেন নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি। 

উদ্বোধন শেষে ধানের শীষ প্রতীকে বিজয় করার লক্ষ্যে। লাড়ুগ্রাম হাট  ও  বাজারের দোকানে দোকানে ধানের শীষের প্রতীকের ভোট চান ও  লিফলেট বিতরণ করেন। 

১২ই ফেব্রুয়ারিকে সামনে রেখে  জনসাধারণের কাছে গিয়ে  সকলেই মিলে ভোটারদের কাছে  ভোট প্রার্থনা করছেন। রাত দিন ধরে ওই ওয়ার্ডে নেতাকর্মীরা ধানের শীষের বিজয়ের লক্ষে কাজ করে চলছে। এবারের নির্বাচনে রবিউল আউয়াল লাভলুকে বিপুল ভোটে বিজয়ী করা হবে। 

এসময়  উপজেলা বিএনপির সদস্য ও সাবেক  চেয়ারম্যান  মো.আতাউর রহমান কোকা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, কৃষকদলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর, কৃষক  দলের সাধারণ সম্পাদক  জাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন রাজা,  সমাজসেবক মো. হাবিবুর রহমান খান, মোকনা ইউনিয়ন বিএনপির  সভাপতি   (ভার:) মো. মুজাফর হুসাইন,  সাধারণ সম্পাদক  ছামান মিয়া, উপজেলা ওলামা দলের সদস্য সচিব ফিরোজ মাহমুদ, মোকনা ইউনিয়ন কৃষকদলে সভাপতি আক্তারুজ্জামান আক্তার,সহ ইউনিয়নের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন