গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মেলন


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : গণভোটের প্রচার ও ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের একটি পার্কে জেলা প্রশাসনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহফুজ আফজাল, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন।

বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে গণভোট সম্পন্ন করতে ইমাম ও ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমাজে তাঁদের প্রভাব ও গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করে বক্তারা বলেন, খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে সাধারণ মানুষকে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা সম্ভব।

এ সময় বক্তারা ভোটারদের সচেতন হয়ে দায়িত্বশীলভাবে ভোট প্রদানের আহ্বান জানান এবং গণভোটকে সফল করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

সম্মেলন শেষে গণভোট নিয়ে ইমামদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন