নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬৫০ বোতল FAIRDYL ও পিকআপসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


এসএম মিরাজ হোসাইন টিপুঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬৫০ বোতল মাদক জাতীয় নেশাদ্রব্য ফ্রাইডিল ও উক্ত মাদক বহনকারী একটি পিকাপ ভ্যান সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। 

২৬ জানুয়ারী সোমবার ভোর ৫ টার সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মান্নান। 

থানা পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নানের নির্দেশায় এসআই জহিরুল ইসলাম ও এসআই মিলন ফকির সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা মডেল থানাধীন নিউ চাষাড়া সংলগ্ন ইসদাইর বাজারের বিবির বাজার রোড এলাকার রানার স্পিনিং মিল রোড থেকে জব্দ কৃত মাদক ও পিকাপ সহ এই ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতার কৃতরা হলেন পিরোজপুর জেলার ইন্দিরা কান্দি থানার মৃত হাকিমের ছেলে, মোঃ মতিন মনির (৪৮) এবং ঢাকা জেলার কামরাঙ্গীর চর থানার মৃত আসাদূল মিয়ার ছেলে মোঃ শমসের আলী (৩২)। 

গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৬৫০ বোতল FAIRDYL ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি পিআপ যার রেজি নং- ঢাকা মেট্রো-ন-১২- ০৮৫৫ জব্দ করা হয়েছে।

 পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন