মুগদায় সেনাবাহিনীর যৌথ অভিযান: বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ২


মাহবুব রহমান (সাগর) :

রাজধানীর মুগদা এলাকায় এক বিশেষ অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (২৪ জানুয়ারি) ভোরে সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের একটি দল এই অভিযান পরিচালনা করে।

​সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকাল আনুমানিক ৬টায় মুগদা এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ​পলাশ,​ সাথী। ​অভিযান চলাকালীন তল্লাশি চালিয়ে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে জব্দ করা হয়, ​১টি বিদেশি পিস্তল, ​২টি ম্যাগাজিন, ​৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি।

​সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন