Daily News BD Online

দিনাজপুরে জেনিথ লাইফের মৃত্যুদাবির চেক প্রদান অনুষ্ঠান


মোঃ হাবিবুর রহমান :

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে দিনাজপুরে গ্রাহকের মৃত্যুদাবির চেক প্রদান ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।

দিনাজপুর সার্ভিস সেন্টারের ইনচার্জ জিএম মোকলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র ডিএমডি  মুহাম্মদ কামরুল ইসলাম, জিএম আব্দুল মজিদ।
অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক মরহুমা আমেনা বেগমের স্বামী মো. মাহাবুর রমানকে ১ লক্ষ ১৪ হাজার ৪শত ২০টাকার চেক প্রদান করা হয়। মৃত্যুর পূর্বে ওই গ্রাহক বাৎসরিক ৫হাজার করে তিন বছরে ১৫ হাজার টাকা জমা দিয়েছিলেন।

আয়োজিত এই অঅনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন