Daily News BD Online

প্রিয়তমা এবং সুরঙ্গের পড়ে প্রেক্ষা গৃহে এলো "গোইংহোম"


বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার এই ভালো সময়কে  ধরে রাখতে প্রিয়তমা এবং সুরঙ্গ এর পড়ে এলো গোইংহোম। মাশরুর পারভেজ পরিচালিত এবং কিংবদন্তি অভিনেতা সোহেল রানা অভিনিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাশরুর পারভেজ নিজেই। এছারাও এই সিনেমাতে দেখা যাবে কিংবদন্তি অভিনেতা সোহেল রানা সহ আরো অনেক-কেই।সিনেমাটি বাংলাদেশের ১৬কোটি  মানুষের জীবনের গল্পে তৈরি।
একটি  ভিন্ন ধারার গল্পে তৈরি হয়ছে এই সিনেমা। এটি  ইতি মধ্যে আন্তর্জাতিক প্রেক্ষা-গৃহে প্রদর্শিত হয়েছে। সোহেল রানার কাছে সিনেমাটি একটি  সৃজনশীল ধারার  সিনেমা এবং তিনি আসা করছেন  সিনেমা প্রেমিদের কাছে  ভালো লাগবে গোইংহোম।
দীর্ঘ ৬ বছর পর আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধা কিংবদন্তি অভিনেতা সোহেল রানা  কাম ব্যাক করেছেন।তিনি আসা করছেন বাংলা সিনেমা-প্রেমিরা  প্রেক্ষা গ্রিহে গিয়ে সিনেমাটি দেখবে। তরুন প্রজন্মের অন্নতম একজন সৃজনশীল ধারার পরিচালক  মাশরুর পারভেজ। তিনি বরাবরই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার বিষয় নিয়ে কাজ করতে পছন্দ করেন।
মাশরুর পারভেজ   দর্শকবৃন্দদের উদ্দেশ্যে  বলেন গল্পটা আপনাদের জীবন কাহিনীর সাথে মিল পাবেন যদি আপনারা এটি বুঝতে পারেন। এটি ১৬ কোটি মানুষের জীবনের গল্পে তৈরি হয়েছে। আশা করি সবাই সিনেমাটি উপভোগ করবেন। সবাইকে সিনেমা হলে এসে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইলো। দীর্ঘ ৬ বছর পর সিনেমাতে কাম ব্যাক করেছেন  ড্যাশিং  হিরো সোহেল রানা, তাই তার  সহকর্মী এবং সকল সিনেমা প্রেমিরা আনন্দিত।
সিনেমাটির প্রচারণায় দেখা গিয়েছে বাংলাদেশ শিল্পি সমিতির সাধারণ সম্পাদক এবং  প্রেসিডেন্ট  নিপুণ এবং ইলিয়াস কাঞ্চনকে। এছাড়াও  অভিনেত্রী আঞ্জনাসহ অনেকেই সিনেমাটি নিয়ে আনন্দিত।
৩১শে জুলাই অনুষ্ঠিত হবে প্রিমিয়ার শো এবং  ১১আগস্ট সিনেপ্লেক্স গুলতে প্রদর্শিত হবে গোইংহোম। গোইংহোম প্রিয়তমা এবং সুরঙ্গের থেকে ভিন্ন ধারার সিনেমা। ড্যাশিং পরিচালক   মাশরুর পারভেজ সবসময়  নতুনদের নিয়ে কাজ করতে পছন্দ করেন। তিনি চান বাংলা সিনেমা বিশ্ব বাজারে পরিচিত  পাবে।গোইংহোম নিয়ে মাশরুর পারভেজ অনেক বেশি আশাবাদী। সবার ভালবাসা চাই এবং সিনেমা হলে এসে সিনেমাটি দেখার
অনুরোধ রইল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন