Daily News BD Online

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪


উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার চারজন।
মাদক মামলায় একবছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার জনকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানামূলে তাদের গ্রেফতার করা হয়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান এর তত্ত্বাবধানে বিছালী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ আসমত আলী সঙ্গীয় ফোর্সসহ সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন ফরাজীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামের হাফিজুর ফরাজীর ছেলে। গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের সরোয়ার শেখের দুই ছেলে সালাম শেখ ও ওবাইদুল শেখ এবং একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত নূর জালালের ছেলে ওমর শেখ। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন