Daily News BD Online

নড়াইলে স্কুলের বারান্দা থেকে বয়োবৃদ্ধের মরদেহ উদ্ধার


ফরহাদ খান, নড়াইল


নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৭০ বছর।

স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধকে বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের বারান্দায় থাকতে দেখা গেছে। তাকে দেখে মানসিক ভাবে অসুস্থ মনে হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন জানান, সোমবার বিদ্যালয় ভবনের বারান্দায় বয়োবৃদ্ধের মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে অবগত করেন। পরবর্তীতে নলদী পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। # 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন