Daily News BD Online

নারী গ্রাহককে ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এনজিওকর্মীর বিরুদ্ধে

 


মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

মহেশপুরে সাজেদা ফাউন্ডেশনের এক নারী গ্রাহক’কে ব্লাকমেইল করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এনজিওকর্মী ওহেদুজ্জামান শেখ এর বিরুদ্ধে।

জানাগেছে,ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউপির গুড়দাহ বাজারে অবস্থিত সাজেদা ফাউন্ডেশন এর গুড়দাহ শাখার ফিল্ড অফিসার হিসাবে ওহিদুজ্জামান কর্মরত ছিলেন কয়েকমাস পূর্বেও।
তৎকালিন সময়ে সাজেদা ফাউন্ডেশন থেকে লোন বা কিস্তি তোলেন একই উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে শিউলি খাতুন।
এবিষয়ে ভূক্তভুগী শিউলি খাতুন প্রতিবেদক কে জানান-
মাস শেষে কিস্তির টাকা পরিশোধের সময় হলে সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ওহিদুজ্জামান আমাকে মোবাইল ফোনের মাধ্যমে কল করে তার অফিসে যেয়ে টাকা দিতে বলে।আমি গুড়দাহ অফিসে গেলে অফিস বন্ধ দেখতে পাই,তাকে পুনরায় ফোন দিলে সে পার্শবর্তী এক বাড়ী থেকে বের হয়ে বলে,আমার ঘরে আসুন টাকা দিয়ে সই করে যান।আমি তার ভাড়াবাড়ীর ঘরে গেলে সে তার পূর্বপরিকল্পনা অনুযায়ী আমাকে হালকায়ে নাস্তা করতে অনুরোধ করে,এবং আমি তার দেওয়া নাস্তা খেলে আমার মাথা ঝিমঝিম করে,কথোপোকথনের মধ্যেই ঘটনাস্থলে আমি ঘুমিয়ে পড়ি,এই সুযোগে লম্পট ওহিদুজ্জামান আমার সম্ভ্রম কেড়েনেয় এবং তার হাতেথাকা মোবাইল ফোনে আমার অজান্তেই অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে।আমার চেতনা ফিরেএলে আমি বুঝতেপারি যে আমাকে ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছিলো।আমি চিৎকার দিয়ে লোকজন ডাকতেগেলে লম্পট ওহিদুজ্জামান গোপনে ধারন করা আমার অশ্লীল ভিডিও আমাকে দেখিয়ে বলে বাড়াবাড়ি করলে ফেসবুকে ইউটিউবে ছেড়েদেবো এবং আমার প্রবাসী স্বামী ও আমার পরিবারের নিকট দেখানোর হুমকি দেয়।তারপর থেকে নানান সময়ে সে আমাকে ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখা করতে বাধ্যকরে, এমনি সপ্তাহের প্রত্যেক শুক্রবার রাত্রে আমাকে তার গুড়দাহের ভাড়া বাড়ীতে তারসাথে রাত কাটাতে বাধ্য করে।এছাড়াও সে মোটরসাইকেল ক্রয়ের কথাবলে এবং লাইসেন্স করার কথা বলে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেয় আমার নিকট থেকে।দির্ঘদিন যাবত ব্লাকমেইল করে সে আমাকে তারসাথে দৈহিক সম্পর্ক করতে বাধ্য করে।এমনকি মেলামেশার একপর্যায়ে আমি অন্তঃসত্ত্বা হয়েপড়ি।বর্তমানে আমি তার সন্তানের মা হতেচলেছি।
এমতঅবস্থায় আমার সাথে ব্লাকমেইল করে নেওয়া সকল অর্থ ফেরত সহ লম্পট ওহিদুজ্জামানের বিরুদ্ধে আইনী ব্যাবস্থাগ্রহনের দাবী জানিয়ে আইনের নিকট আশ্রয় প্রার্থনা করছি এবং লম্পট ওহিদুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
এবিষয়ে এনজিও কর্মী ওহিদুজ্জামানের নিকট মুঠোফোনে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়াযায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন