স্টাফ রিপোর্টার :কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর বাখরাবাদ (কলেজ পাড়া)থেকে ৬ বোতল বিদেশি মদসহ মাসুদুর রহমান(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায় যে, গত
রোববার গভীর রাতে এস আই ওবায়দুল হকের নেতৃত্বে এ এস আই মোঃ ছিদ্দিকুর
রহমান ও মাসুদুল হকসহ একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিযুক্ত
আসামী মাসুদুর রহমানের চৌ চালা টিনের বসত ঘর থেকে ৬ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেফতার করা হয়, সে বি চাপিতলা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
এ
বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন
আমরা গোপন সংবাদের ভিত্তিতে ৬ বোতল বিদেশি মদসহ মাসুদুর রহমান নামের এক
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ করে
সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Tags
বাংলাদেশ