Daily News BD Online

রামচন্দ্রপুরে ৬ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


স্টাফ রিপোর্টার :
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর বাখরাবাদ (কলেজ পাড়া)থেকে ৬ বোতল বিদেশি মদসহ মাসুদুর রহমান(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। 
মামলা সূত্রে জানা যায় যে, গত রোববার গভীর রাতে এস আই ওবায়দুল হকের নেতৃত্বে এ এস আই মোঃ ছিদ্দিকুর রহমান ও মাসুদুল হকসহ একদল পুলিশ মাদক বিরোধী  অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী মাসুদুর রহমানের চৌ চালা টিনের বসত ঘর থেকে  ৬ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেফতার করা হয়, সে বি চাপিতলা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে ৬ বোতল বিদেশি মদসহ মাসুদুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ করে  সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে   পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন