Daily News BD Online

জেলা যুবলীগের সদস্য ও কসবা উপজেলার জনপ্রিয় নেতা তসলীমুর রেজার উপর হামলা


স্টাফ রিপোর্টার :
বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্র নেতা ও বর্তমান জেলা যুবলীগ সদস্য, ও কসবা উপজেলার সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তসলীমুর রেজার উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে তসলীমুর রেজা বলেন, গোপীনাথপুর বাজারের সেডে জনাব তসলীমুর রেজা বিকাল ৪:৩০ মিনিটের সময়ে সেডে কাইয়ুম মেম্বার ও এস এম মান্নান জাহাঙ্গীর এর সাথে চা খাইতে থাকলে হঠাৎ আমজাদ মাস্টার ও মুক্তার মেম্বারের নেতৃত্বে ১০/১২ টি মোটর সাইকেল আসে, এসেই কোন কথা বার্তা না বলেই সবাই মিলে আমার উপর অতর্কিত হামলা শুরু করে। কিছুক্ষণের মধ্যে আমি অজ্ঞান হয়ে যাই, মান্নান এবং কাইয়ুম মেম্বার যেহেতু ফিরাইনি সেহেতু গ্রামবাসী তাদেরকেও সন্দেহ করছে। পরে আমার চাচাতো ভাইয়েরা আমাকে অজ্ঞান এবং রক্তাক্ত অবস্থায় ব্রাহ্মনবাড়িয়া নিয়ে আসে।

বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্র নেতা ও বর্তমান জেলা যুবলীগ সদস্য, ও কসবা উপজেলার সবচেয়ে জনপ্রিয় নেতা তসলীমুর রেজা বর্তমানে তিনি ঢাকা মগবাজার হোলি ফ্যামিলিতে ৩১৭ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।

এই সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তসলীমুর রেজা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন