Daily News BD Online

নাগরপুরে প্রয়াত আবদুল বাতেন এমপি স্মৃতি গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেন এমপি স্মৃতি গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কোনড়া এম ডি ক্লাবের উদ্যোগে কোনড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে মির্জাপুর উপজেলার সাফর্ত্তা জনকল্যাণ সমিতি বনাম সাটুরিয়া উপজেলার চাচিতারা প্রগতি সংঘ অংশ গ্রহণ করেন। এতে সাটুরিয়া উপজেলার চাচিতারা প্রগতি সংঘ ৪-১ গোলের ব্যবধানে মির্জাপুর উপজেলার সাফর্ত্তা জনকল্যাণ সমিতিকে হারিয়ে বিজয়ী হন।  
উক্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, ভাষানটেক থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হামিদুর রহমান ঝন্টু।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের আস্থাভাজন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী এ.টি.এম.আনিসুর রহমান বুলবুল।
শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর এন্ড হেড অব ফাইন্যান্স ও কোনড়া এমডি ক্লাবের সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মেঘনা ব্যাংক লিঃ  এর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম, (সওজ) সড়ক ও জনপথ অধিদপ্তরের (অবঃ) প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুর রহমান লস্কর, প্রয়াত এমপি খন্দকার আবদুল বাতেনের সহধর্মীনী খন্দকার মমতাজ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল করিম, যুগ্ন-আহবায়ক সাইফুল ইসলাম কবীর, কোনড়া এম ডি ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মোকনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি খন্দকার সাজ্জাদ হোসেন আপেল প্রমূখ। এসময় ক্রীড়ামোদিসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন