Daily News BD Online

নোয়াখালী সুবর্ণচরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার


মোঃ আবদুল আজিজ , নোয়াখালী জেলা প্রতিনিধি :

নিরাপত্তা জোরদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় রবিবার  (২২ অক্টোবর) বিকেলে শ্রী শ্রী জগন্নাথ  মন্দির পরিদর্শন করেন  নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম। 

এ সময়  নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যসহ স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

এসপি শহিদুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে বাঙালি ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে  সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসুন সবাই মিলে এ উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন করি। তিনি আরো বলেন, শতভাগ নিরাপত্তা  নিশ্চিত করতে কয়েকটি বাহিনি জোড়ালো ভাবে কাজ করে যাচ্ছে।

সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, সুবর্ণচর উপজেলায় এ বছর ২৮ টি পূজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে, সবগুলো মন্ডপে সিসি ক্যমেরা সংযুক্ত করা হয়েছে এবং নিরাপত্তার জন্য পুলিশ, আনসার বাহিনীর সাথে সাদা পোশাকে পুলিশ টহল দিচ্ছে। 

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পূজা উৎযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু নারায়ণ চন্দ্র দাস, উপদেষ্টা  বাবু নিরঞ্জন দেবনাথ, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবু লিটন চন্দ্র দাস,সাংবাদিক মো: আবদুল আজিজ,  মন্দির কমিটির  সাধারণ সম্পাদক বাবু শ্যামল মজুমদার, নবশক্তি পূজা কমিটির  সভাপতি বাবু তাপস দাস সহ বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন