টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের কমিটি গঠন


টঙ্গী প্রতিনিধি : 

গাজীপুর মহানগর ছাত্রলীগের অন্তর্গত টঙ্গী  পশ্চিম থানা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

আগামী এক বছরের জন্য টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে শফিক তালুকদারকে সভাপতি ও দ্বীন মোহাম্মদ নিরবকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও সহ-সভাপতি হয়েছেন- নাহিন মোল্লা, হাবিবুর রহমান রিফাত, রফিকুল ইসলাম সুমন মোল্লা, আশরাফুল আলম অপু, নাহিদ পারভেজ বিপ্লব, মেরাজ হোসেন মুবিন চৌধুরী, শাহেদ হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- খন্দকার পিয়াস, সাব্বির খান, সাজ্জাদুর রহমান রনি, মেহেদি হাসান।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন- মমিনুল ইসলাম সাফিন, ইশতিয়াক অন্তু হাওলাদার, নূর নবী হোসেন হৃদয়, ফয়সাল মিয়া।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস চলছে। পশ্চিম থানার নেতৃবৃন্দ কর্মী-সমর্থকদের নিয়ে টঙ্গী সরকারি কলেজের বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শফিক তালুকদার জানান, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি সততার সাথে পালন করবো।সামনে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার লক্ষে জাহিদ আহসান রাসেল ভাইয়ের জন্য যে যে কার্যক্রম মহানগর ছাত্রলীগ নির্দেশ করবে তা  টঙ্গীপশ্চিম থানা ছাত্রলীগ অক্ষরে অক্ষরে পালন করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন