Daily News BD Online

মৌলভীবাজার কাল বৈশাখীর তান্ডবে ২৪ ঘন্টা পরেও মিলছে না বিদুৎ



আব্দুল হামিদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও বড়লেখা,শাহবাজপুর শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে কয়েক শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া গাছপালা উপড়ে গেছে, বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।এদিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেল লাইনের উপর গাছ পড়ে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়। ঢাকা গামী পারাবত এক্সপ্রেস  ভানুগাছ ও সিলেট গামী জয়ন্তীকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে স্টেশনে আটকা থাকে পরে স্বাভাবিক হয় ।


এদিকে গত তিন দিন ধরে রাতের বৃষ্টিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ,কমলগঞ্জ,কুলাউড়া ও বড়লেখা উপজেলার শাহবাজপুর উপর দিয়েও কাল বৈশাখী ঝড় বয়ে যায়। প্রায় ৫ মিনিটেরে স্থায়ী ঝড় ও  শিলাবৃষ্টিতে  গাছ পালা রাস্তার উপর পড়ে ও কাঁচাপাকা ঘরের চাল উড়ে যায়।কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে ঘরের ওপর পরে অনেকের বসতঘর বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন দোকান ও বাড়ি ঘরের  চাল উড়ে গেছে। উপড়ে পরে অসংখ্য বড় বড় গাছ। কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয়ে পড়ে বৈদুতিক লাইন। এর পরে থেকে শাহবাজপুর  এলাকায় ২৪ ঘন্টা পরেও মিলছে না খাবার পানি ও বিদুৎ। ৫০ টাকা করে দিচ্ছেন মোবাইল চার্জ এতে বিপাকে সকাল শ্রেণির মানুষ এ সুযোগে ঢেউটিন  ব্যবসাইরা আংগুল ফুলে কলাগাছ, মানুষের বিপদ দেখে ঢেউ টিনের দাম বৃদ্ধি করেছে দিগুণ। মিলছেনা কোনো প্রকার ঢেউটিন এত সিন্ডিকেট করছে ব্যবসায়ীরা।
এ বিষয়ে বড়লেখার উপজেলা নির্বাহী অফিসার জানান, কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে ব্যপক তান্ডব ঘটায়। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য মাঠে কয়েকটি টিম কাজ করছে। বাজার মনিটরিং করার প্রক্রিয়া চলছে বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন