Daily News BD Online

গরমে দিনমজুরদের পানির তৃষ্ণা মেটাতে রাস্তায় পুলিশ সুপার



গোপালগঞ্জ প্রতিনিধি :  গোপালগঞ্জ পুলিশ সুপার আল বেলী আফিফা ৪১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় রাস্তায় থাকা দিনমজুর, অটো চালক ও রিক্সা চালকদের সেবায় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন।

আজ সোমবার দুপুরে তিনি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিনমজুর রিক্সাচালকদের হাতে  পানির বোতল ও খাবার স্যালাইন তুলে দেন। 

এ সময় পুলিশ সুপার বলেন, এই তীব্র গরমে যারা কাজ করছেন দিনমজুর, রিক্সাওয়ালা, অটো চালক ও আমাদের ট্রফিক পুলিশ তাদের প্রতি সহমর্মিতা জানানোর জন্য ওদের পাশে থাকতে আমাদের এ উদ্যোগ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, অতিরিক্ত পুলিশ ডিএসবি মোহাম্মদ মাহাবুব, এএসপি সদর শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত হারুন অর রশিদ, ট্রাফিক সার্জেন্ট কামরুল ইসলাস’সহ জেলা পুলিশ, ডিবি পুলিশ, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন