Daily News BD Online

শেরপুরের ঝিনাইগাতীর অফিসার্স ক্লাবের আয়োজনে এসিল্যান্ডকে বিদায় সংবর্ধনা



গোলাম রব্বানী টিটু (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলার সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীরকে অফির্সাস ক্লাবের আয়োজনে আজ বৃহস্পপতিবার দুপুরের পর উপজেলার হল রুমে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে । নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তুফা কামালের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা দেয়া হয় । বিদায়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীরের প্রায় দুই বছরের দায়িত্ব পালনে কাজের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ,টি,এম ফায়েজুর রাজ্জাক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, ডা: সাদ্দাম হোসেন প্রমুখ । বিদায় সংবর্ধনায় উপজেলার অফিসার্স ক্লাবের সদস্য ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । পরে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও বিদায়ী এসিল্যান্ডকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় । 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন