Daily News BD Online

পাঁচবিবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত



দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী-২৪ উপলক্ষে আজ শুক্রবার সকালে  উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন,বালিঘাটা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুস সোবাহান মহুরী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,পৌর বিএনপি'র সভাপতি আবুল হাসনাত মন্ডল হেলাল, থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল ও পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি প্রমূখ। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী বলেন, জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পাঁচবিবি উপজেলা বিএনপি ৩ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। কর্মসূচি গুলি হল,জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত উত্তোলন,কালো ব্যাচ ধারণ, ৮টি ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন