Daily News BD Online

গাইনী স্পেশাল ক্যাম্পেইন ও স্বাস্থ্যবিধি দিবস পালিত

 

মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি :
কালাইয়ে গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপির আয়োজনে গাইনী স্পেশাল ক্যাম্পেইন ও গ্রাম অঞ্চলের শতাধিক মা-মেয়ে এবং শিশুকে নিয়ে স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত হয়েছে। গাইনী স্পেশাল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. নুরে ফাতেমা জান্নাতুন নূরি। এ সময় ৬০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন । 
মজ্ঞলবার (২৮ মে) বিকালে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাখরা গ্রামে অবস্থিত গুড নেইবারস বাংলাদেশ কালাই শাখা চত্বরে নারীদের মাতৃত্বকালীন চিকিৎসা সেবা প্রদান ও স্বাস্থ্যবিধি দিবসের আলোচনা করা হয়।

অনুষ্ঠানে গুড নেইবারস এর হেলথ অফিসার মরিয়ম ইয়াসমিনের সঞ্চালনায় গুড নেইবারস বাংলাদেশ কালাই শাখার ম্যানেজার প্রাঞ্জলি মৃ'র  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নুরে ফাতেমা জান্নাতুন নূরি। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিন্দারপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, গুড নেইবারস এর আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিতাভ তালুকদার, জিন্দারপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের এফ.ডব্লিউ.ভি শিউলি আক্তার। 

এ ছাড়াও গুড নেইবারস কালাই সিডিপির সদস্যসহ জিন্দারপুরের বিভিন্ন গ্রামের কিশোরী ও অভিভাবকরা উপস্তিত ছিলেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন