এসএম মিরাজ হোসাইন টিপুঃ নারায়ণগঞ্জে র্যাব-১১ এর অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল ও থানা থেকে লুট হওয়া এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ এর সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সদর দপ্তরের একটি আভিযান পরিচালনাকারী দল সোমবার ২৭ জানুয়ারী রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানাযায় ২৭ জানুয়ারী রাতে র্যাব-১১ এর একটি নৈশ্য অভিযান পরিচালনাকারী দল ফতুল্লা থানা এলাকায় টহল চলাকালীন অবস্থায় গোপন সূত্রে সংবাদ পেয়ে, কুতুবপুর এলাকায় পৌছালে, সেখানে একটি সন্দেহ জনক লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।
অতপর বিষয়টি তাৎক্ষণিকভাবে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন উত্তর-পূর্ব সাই মহল্লা নামক নিশ্চিতপুর এলাকার আল আকসা সালমান আল ফারাসি জামে মসজিদের পাশে মোঃ রনির বাড়ির সংলগ্ন খালি জায়গা থেকে একটি লম্বা আকৃতির ব্যাগ উদ্ধার করে কর্তব্যরত র্যাব সদস্যরা।
উদ্ধারকৃত ব্যাগটির চেইন খুলে ভেতর থেকে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং থানা থেকে লুট হওয়া একটি পিস্তলের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ জব্দতালিকা মূলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব- ১১ সূত্র।
র্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
