নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধঃ টাঙ্গাইলে নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নাগরপুর উপজেলা বীরমুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটি এ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল -৬ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।
আরো বক্তব্য নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, জেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক মো. আব্দুল খালেক মন্ডল, নাগরপুর উপজেলা মুক্তি যোদ্ধা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী, পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি রবিউল আউয়াল লাভলু বলেন শহিদ রাষ্ট্রপতি একজন বীর মুক্তিযোদ্ধা আপনারাও মুক্তিযোদ্ধা। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথায় বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে যুদ্ধের ময়দানে। তাই মুক্তিযোদ্ধা ভাইদের কাছে অনুরোধ আগামী ১৩ ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীতের প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। দোয়া মাহফিল শেষে নাগরপুর সদর বাজারে রবিউল আওয়াল লাভলু নেতাকর্মী নিয়ে দোকানে দোকানে গিয়ে ধানের শীষের ভোট চান।

.jpeg)